সাধন মন্ডল
ছাত্রছাত্রীদের ইংরেজী ভীতি দূর করতে এগিয়ে এলো একটি বেসরকারী সংস্থা। রবিবার বাঁকুড়ার ইন্দাসের আকুই ইউনিয়ন হাইস্কুলে এই বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আয়োজক অহন স্পোকেন ইংলিশের পক্ষে সন্টু রক্ষিত ছাড়াও আকুই হাইস্কুলের প্রধান স্বপন মহাদেব পাঁজা, শাশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নীরদ বরণ সাম, বিশিষ্ট সমাজসেবী রমাপ্রসাদ সেন সহ এলাকার শতাধিক অভিভাবক।