নীলাদ্রি ঘোষ
সালানপুর ব্লক তৃনমুল কংগ্রেসের কর্মী বৈঠক সংগঠিত হল বুধবার l স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে এলাকার একটি বেসরকারী
আলোচনাকক্ষে এই বৈঠক আয়েজিত হয় l উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার,দলের ব্লক সভাপতি মহঃ আরমান সহ দলীয় শাখা সংগঠনের নেতৃত্বরা l বৈঠক শেষে শ্যামল বাবু জানান আগামী ৭ই ডিসেম্বর এলাকার লালগঞ্জ হাটতলা ময়দানে পঞ্চায়েতী রাজ জেলা সম্নেলন অনুস্টিত হবে l উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী সহ দলের রাজ্য ও জেলা নেতৃত্ব l
posted from Bloggeroid