নীলাদ্রি ঘোষ
মেয়েরা মায়ের জাত l মা ছাড়া জগৎ অন্ধকার l তবু সমাজে এখনও কোথাও রয়ে গেছে সামাজিক ব্যাধি l কিছু অন্ধ মানসিকতা , ছেলে মেয়ের মধ্যে পার্থক্য
l এই সামাজিক ব্যাধি দুর করার উদ্দ্যেশ্য নিয়ে রাজ্যে বৈষম্য দুরীকরন দিবস শুরু হয়েছে ২৫ নভেম্বর , চলবে আগামী ১০ডিসেম্বর পর্যন্ত l মঙ্গলবার পশ্চিম বর্ধমান মহিলা তৃনমুল কংগ্রেসের উদ্যোগে এক সচেতনতা শিবির পালিত হল l আসানসোল উত্তর ব্লক মহিলা তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে অনুস্টিত এই শিবিরে প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী আলপনা বন্দ্যোপাধ্যায় সহ মহিলা নেতৃত্বরা l
posted from Bloggeroid