নীলাদ্রি ঘোষ
পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে নতুন রাস্তার উদ্ধোধন হল শুক্রবার l স্থানীয় আছরা পঞ্চায়েতের মালবহাল গ্রামে এই রাস্তার উদ্ধোধন করলেন বারাবনি বিধানসভার বিধায়ক বিধান
উপাধ্যায় l অনুস্টানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার , বিডিও তপন সরকার l শ্যামল বাবু জানান - পশ্চিমাঞ্চল উন্নয়ন তহবিলের ৭০ লক্ষ টাকা ব্যায়ে এই রাস্তা তৈরির ফলে এলাকায় নিত্য যাতায়াতকারী ১০ হাজার মানুষ উপকৃত হবেন l
posted from Bloggeroid