মোহন সিং
গোটা এলাকা কার্যত ড্রাগ পেইডলারদের রাজত্ব হয়ে উঠেছিল। আর তার প্রতিবাদে পদযাত্রা করতে গিয়েই প্রহৃত হলেন এক তৃণমূল কাউন্সিলার। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত কাউন্সিলারের নাম মহম্মদ নাসিম আনসারি। এলাকায় হাজি নাসো নামেই পরিচিত তিনি।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ আসানসোলের রেলপার এলাকায় ড্রাগ, গাঁজা সহ অনান্য সামগ্রীর বিরুদ্ধে পদ

যাত্রার আয়োজন করা হয়েছিল। কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি এই আয়োজন করেছিলেন। অভিযোগ সেই সময় ডাব্লউ নামে স্থানীয় এক দুস্কৃতি হামলা করে বৃদ্ধ কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি কে। স্থানীয় এলাকাবাসীরা চলে এলে গা ঢাকা দেয় ডাব্লুউ। বাসিন্দারাই আহত কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালেই চিকিত্সাধীন মহম্মদ নাসিম আনসারি।
তার অবস্থা স্থিতিশীল নয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত কাউন্সিলারকে দেখতে আসেন আসানসোল পুরনিগমের বরো চেয়ারম্যান গুলাম সরোবর। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান, পাশপাশি পুলিশকে যথাযত ব্যবস্থা নিতে বলবেন বলে জানিয়ে যান তিনি।আসানসোল উত্তর থানার পক্ষ থেকে প্রায়শই নানান সচেতনতামুলক অনুষ্ঠান করা হয়। তাতেও যে কিছু হয়নি তাই প্রমানিত হল।
গোটা এলাকা কার্যত ড্রাগ পেইডলারদের রাজত্ব হয়ে উঠেছিল। আর তার প্রতিবাদে পদযাত্রা করতে গিয়েই প্রহৃত হলেন এক তৃণমূল কাউন্সিলার। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত কাউন্সিলারের নাম মহম্মদ নাসিম আনসারি। এলাকায় হাজি নাসো নামেই পরিচিত তিনি।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ আসানসোলের রেলপার এলাকায় ড্রাগ, গাঁজা সহ অনান্য সামগ্রীর বিরুদ্ধে পদ
যাত্রার আয়োজন করা হয়েছিল। কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি এই আয়োজন করেছিলেন। অভিযোগ সেই সময় ডাব্লউ নামে স্থানীয় এক দুস্কৃতি হামলা করে বৃদ্ধ কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি কে। স্থানীয় এলাকাবাসীরা চলে এলে গা ঢাকা দেয় ডাব্লুউ। বাসিন্দারাই আহত কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালেই চিকিত্সাধীন মহম্মদ নাসিম আনসারি।
তার অবস্থা স্থিতিশীল নয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত কাউন্সিলারকে দেখতে আসেন আসানসোল পুরনিগমের বরো চেয়ারম্যান গুলাম সরোবর। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান, পাশপাশি পুলিশকে যথাযত ব্যবস্থা নিতে বলবেন বলে জানিয়ে যান তিনি।আসানসোল উত্তর থানার পক্ষ থেকে প্রায়শই নানান সচেতনতামুলক অনুষ্ঠান করা হয়। তাতেও যে কিছু হয়নি তাই প্রমানিত হল।
posted from Bloggeroid