শুক্রবার, নভেম্বর ২৪, ২০১৭

ড্রাগের বিরুদ্ধে মিছিল করায় প্রহৃত আসানসোলের তৃনমূল কাউন্সিলার

মোহন সিং

গোটা এলাকা কার্যত ড্রাগ পেইডলারদের রাজত্ব হয়ে উঠেছিল। আর তার প্রতিবাদে পদযাত্রা করতে গিয়েই প্রহৃত হলেন এক তৃণমূল কাউন্সিলার। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত কাউন্সিলারের নাম মহম্মদ নাসিম আনসারি। এলাকায় হাজি নাসো নামেই পরিচিত তিনি।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ আসানসোলের রেলপার এলাকায় ড্রাগ, গাঁজা সহ অনান্য সামগ্রীর বিরুদ্ধে পদ

যাত্রার আয়োজন করা হয়েছিল। কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি এই আয়োজন করেছিলেন। অভিযোগ সেই সময় ডাব্লউ নামে স্থানীয় এক দুস্কৃতি হামলা করে বৃদ্ধ কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারি কে। স্থানীয় এলাকাবাসীরা চলে এলে গা ঢাকা দেয় ডাব্লুউ। বাসিন্দারাই আহত কাউন্সিলার মহম্মদ নাসিম আনসারিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালেই চিকিত্সাধীন মহম্মদ নাসিম আনসারি।
তার অবস্থা স্থিতিশীল নয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত কাউন্সিলারকে দেখতে আসেন আসানসোল পুরনিগমের বরো চেয়ারম্যান গুলাম সরোবর। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান, পাশপাশি পুলিশকে যথাযত ব্যবস্থা নিতে বলবেন বলে জানিয়ে যান তিনি।আসানসোল উত্তর থানার পক্ষ থেকে প্রায়শই নানান সচেতনতামুলক অনুষ্ঠান করা হয়। তাতেও যে কিছু হয়নি তাই প্রমানিত হল।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER