জাহাঙ্গীর বাদশা
মেদিনীপুরের কৃতী ক্রীড়বিদ মহিলা তীরন্দাজ মনিকা সোরেন। তার হাতে আজ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী তুুলে দিলেন চাকরির নিয়োগ পত্র। শুভেন্দু বাবুর উদ্যোগ এই চাকরি পাচ্ছেন নয়াগ্রামের মেয়ে, মহিলা তীরন্দাজ মনিকা সোরেন। আজ বেলা ১১ টায় এই মেদিনীপুরের কৃতী ক্রীড়বিদের হাতে চাকরির নিয়োগপত্রটি তুলে দেন মন্ত্রী নিজেই। জানা গিয়েছিল মনিকা যোগ দেবেন কন্টাই কো – অপারেটিভ ব্যাংকে।কিন্তু তার খেলার অসুুবিধার জন্য কলকাতার ব্রাঞ্চ এ জয়েন করবেন।
উল্লেখ্য,গত বছর নভেম্বর মাসে, মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে আয়োজিত সকলের কথা সৃজন সম্মান অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়েছিলেন মনিকা সোরেনকে। সেদিনের সেই মঞ্চে উপস্থিত থেকেই মনিকার হাতে সৃজন সম্মান তুলে দিয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মনিকা সেদিন নিজের দারিদ্রের কথা বলেছিলেন। সেদিন শুভেন্দু বাবু এই দৃঢ়চেতা তীরন্দাজের কথা শুনে তার পাশে দাঁড়ানোর কথা দিয়েছিলেন। নিজের সেদিনের সেই কথা রাখতেই মন্ত্রী আজ মনিকার হাতে নিয়োগপত্র তুলে দেন। মন্ত্রী তথা ব্যাংকের চেয়ারম্যান শুভেন্দু বাবুর হাত থেকে বেলা ১১ টায় নিয়োগপত্র হাতে নিয়ে আজ ই কলকাতার কো-অপারেটিভ ব্যাংকে কাজে যোগ দেবেন মনিকা সোরেন। নিয়োগ পত্র পেয়ে খুব খুশি মনিকা জানায়, চাকরি পেয়ে সে খুব উপকৃত।
এই দিন শুভেন্দু বাবু বলেন, “মনিকা কলকাতার ব্রাঞ্চে জয়েন করবে।ভবিষ্যতে যদি জাতীয় স্তরে বা অন্য কোথায়ও খেলার সুযোগ পায় আমরা সব রকম সহযোগিতা করব।এমন কি স্পেশাল ছুটির ও ব্যবস্থা করব।