সন্দীপ সিংহ
বুধবার দুপুরে পশ্চিম মেদনীপুরের শালবনী,সিজুয়া,ভাদুতলা এবং পীড়াকাটাতে নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে মিছিলে প্রায় ১০০০০ লোকের মিছিল হয়।এই মিছিলের পুরোভাগে থেকে নেতৃত্ব দেন শালবনীর ব্লক সভাপতি শ্রী নেপাল সিংহ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক প্রসেনজীত চক্রবর্তী এবং জেলা যুব সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ.এই মিছিলের পুরোভাগে ছিলেন অঞ্চল নেতৃত্ব শ্রী কৃষ্ণ সাধন ঘোষ। রামপদ মাহাত, নিতাই মাহাত,সজ্ঞয় খামরই,প্রশান্ত সানি,তারকনাথ মোদক,শক্তি রানী পাল এবং অসিত ঘোষ. এছাড়াও চারটি অঞ্চলের যুব নেতৃত্ব এবং শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।