রাজকুমার দাস
সম্প্রতি রোটারি সদনে পিকনিক গার্ডেন

লীলাসেবা সোসাইটি র তরফে 'উজ্জীবন' এর ডক্টর সৌম্য ভট্টাচার্যর ঐকান্তিক প্রচেষ্টায় এক সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্লাড ক্যান্সার প্রতিরোধে মানুষ কে সচেতন করার পাশাপাশি তাদের ভয় না পাবার বার্তা তিনি দেন।অনুষ্ঠানে ডাক্তারবাবুর যে সকল রোগীরা সুস্থ হয়ে গেছে তারা সবাই উপস্থিত ছিলেন।পাশাপাশি এদিন ক্যানসারের বই সহ ডাক্তারবাবুর লেখা উপন্যাস 'নতুন আলো' র আত্মপ্রকাশ ঘটে।ডাক্তার বাবুর এই প্রয়াস সকলকে বেঁচে থাকতে শক্তি বৃদ্ধি করাবে, যা সত্যি অনস্বীকার্য।
সম্প্রতি রোটারি সদনে পিকনিক গার্ডেন
লীলাসেবা সোসাইটি র তরফে 'উজ্জীবন' এর ডক্টর সৌম্য ভট্টাচার্যর ঐকান্তিক প্রচেষ্টায় এক সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্লাড ক্যান্সার প্রতিরোধে মানুষ কে সচেতন করার পাশাপাশি তাদের ভয় না পাবার বার্তা তিনি দেন।অনুষ্ঠানে ডাক্তারবাবুর যে সকল রোগীরা সুস্থ হয়ে গেছে তারা সবাই উপস্থিত ছিলেন।পাশাপাশি এদিন ক্যানসারের বই সহ ডাক্তারবাবুর লেখা উপন্যাস 'নতুন আলো' র আত্মপ্রকাশ ঘটে।ডাক্তার বাবুর এই প্রয়াস সকলকে বেঁচে থাকতে শক্তি বৃদ্ধি করাবে, যা সত্যি অনস্বীকার্য।
posted from Bloggeroid