সুরোজ প্রসাদ
শনিবার বর্ধমান রেল ইন্সটিটিউটে রক্তদান শিবিরে প্রায় চারশজন রক্তদান করেন।ট্যাক্সি ইউনিয়ন, টাউন সার্ভিস বাস ইউনিয়ন সহ একাধিক তৃনমূলের
শ্রমিক সংগঠন এই শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মূল উদ্যোক্তা বর্ধমান পুর কাউন্সিলর সেলিম খান। এত বড় রক্তদানশিবির কবে হয়েছে, তা জানাতে পারেননি স্বাস্থ্য আধিকারিকরাও!
posted from Bloggeroid