সাধন মন্ডল
শুক্রবার ২১ত ম জেলা প্রাণী সপ্তাহ উদযাপন অনুষ্ঠান হল সিমলাপাল কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুুড়া জেলাপরিষদের সভাধিপতি অরুপ চক্রবর্তী, তালডাংরা বিধানসভার বিধায়ক সমীর চক্রবর্তী, যুগ্ম প্রানী অধিকর্তা নিখিল কুমার সিট, জেলা আধিকারিক ডঃ সোমনাথ মাইতি।এদিনের অনুষ্ঠানে ৩৫০ জনকে মুরগিবাচ্চা বিলি করা হয় স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের কে।