নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ
মেখলিগঞ্জ শহরের পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হলো সাহিত্য আড্ডা এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ৷ এদিন স্মিতা গোপ সম্পাদিত 'হারিয়ে যাব' বই এর দ্বিতীয় ভাগ প্রকাশ কে কেন্দ্র করেই গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক সচিমোহন বর্মন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষিকা টুম্পা শীল ৷ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে চ্যাংরাবান্ধা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক ও মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রের কর্ণধার শচীমোহন বর্মন সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করেন ৷ মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা বাবলি মিত্র , মেখলিগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর শিপ্রা বোস , সাহিত্য অনুরাগী সমীরণ ব্যানার্জী তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কবি স্মিতা গোপের ভূয়সী প্রশংসা করেন ৷ এরপরই কবি স্মিতা গোপ তার 'হারিয়ে যাব' দ্বিতীয় ভাগ আনুষ্ঠানিক প্রকাশ করেন ৷ কবি স্মিতা গোপের সৃষ্টি ও চিন্তা ও 'হারিয়ে যাব' দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনার মাধ্যমে শুরু হয় এক সাহিত্য আড্ডার ৷সাংবাদিক সজল দে, কবি দিব্যায়ন সরকার , শুভ্রজীৎ বিশ্বাস প্রমুখদের কবিতায় জমে ওঠে সন্ধ্যার সাহিত্য আড্ডা ৷ কবি স্মিতা গোপ , টুম্পা শীল , যুথী দাসের সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুুুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মেখলিগঞ্জ শহরের পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হলো সাহিত্য আড্ডা এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ৷ এদিন স্মিতা গোপ সম্পাদিত 'হারিয়ে যাব' বই এর দ্বিতীয় ভাগ প্রকাশ কে কেন্দ্র করেই গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক সচিমোহন বর্মন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষিকা টুম্পা শীল ৷ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে চ্যাংরাবান্ধা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক ও মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রের কর্ণধার শচীমোহন বর্মন সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করেন ৷ মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা বাবলি মিত্র , মেখলিগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর শিপ্রা বোস , সাহিত্য অনুরাগী সমীরণ ব্যানার্জী তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কবি স্মিতা গোপের ভূয়সী প্রশংসা করেন ৷ এরপরই কবি স্মিতা গোপ তার 'হারিয়ে যাব' দ্বিতীয় ভাগ আনুষ্ঠানিক প্রকাশ করেন ৷ কবি স্মিতা গোপের সৃষ্টি ও চিন্তা ও 'হারিয়ে যাব' দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনার মাধ্যমে শুরু হয় এক সাহিত্য আড্ডার ৷সাংবাদিক সজল দে, কবি দিব্যায়ন সরকার , শুভ্রজীৎ বিশ্বাস প্রমুখদের কবিতায় জমে ওঠে সন্ধ্যার সাহিত্য আড্ডা ৷ কবি স্মিতা গোপ , টুম্পা শীল , যুথী দাসের সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুুুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
posted from Bloggeroid