মোল্লা জসিমউদ্দিন
বাঁকুড়া জেলা তৃনমূল কংগ্রেসের পরিভালনায় কেন্দ্রীয় সরকারের নোটবন্দীর প্রতিবাদে কালা দিবস পালন হলো।উপস্থিত ছিলেন জেলার তৃনমূল নেতারা।সভায় উপস্থিত পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন - "কেন্দ্রীয় সরকার মহম্মদ বিন তুঘলঘের মত একের পর এক জনবিরোধী সিদ্ধার্ন্ত নিয়েছে।যার ফলে সাধারণ মানুষ নিত্য নতুন সমস্যায় পড়ছেন।নোট বাতিল তার মধ্যে একটি।"