বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০১৭

ডাকাত সন্দেহে কোলাঘাটে ধৃত ৭

জাহাঙ্গীর বাদশা

ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া সাতজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে কোলাঘাট থানার মেদিনীপুর ক্যানালের কাছ থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের থেকে ৬৯ হাজার টাকা, কয়েকটি ভোজালি, ছেনি, রড ও হাতুড়ি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশকর্মীরা আগে থেকেই ক্যানালের কাছে উপস্থিত ছিলেন। তবে সাদা পোশাকে থাকায় দুষ্কৃতীরা তাদের চিনতে পারেনি। এরপর ক্যানালের কাছে একে একে জড়ো হয় তারা। কিন্তু, সন্দেহ হওয়ায় তারা এলাকা ছেড়ে পালাতে যায়। ঠিক সেই সময় পুলিশকর্মীরা তাদের ধরে ফেলে। গ্রেপ্তারের পর তাদের থেকে ৬৯ হাজার টাকা, কয়েকটি ভোজালি, ছেনি, রড, হাতুড়ি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ধৃত ডাকাতরা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার তমলুক মহকুমা আদালতে তোলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের মহকুমা পুলিশ আধিকারিক সূরজিত মন্ডল  জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। কিন্তু, দুষ্কৃতীদের নাগালের মধ্যে পাচ্ছিল না পুলিশ। এরপর এই ঘটনাগুলির কিনারা করতেই কোমর বেঁধে নামে তারা। এরই সুফল হিসেবে ডাকাতের দলটিকে পুলিশ হাতেনাতে পাকড়াও করেছে বলে জানিয়েছেন তিনি।অন্য দিকে একি দিনে তমলুক থানার বিভিন্ন জায়গায় রেড করে চার কুখ্যাত ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ তাঁদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও ছিনতাই হওয়া কয়েকটি মোটরসাইকেল উদ্ধার ও করেছে পুলিশ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER