নিজস্ব বার্তা, সারেঙ্গা
গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার সারেঙ্গার গাংনালা গ্রামের এক নাবালিকার বিয়ে রুখলেন বিডিও অভিষেক চক্রবর্ত্তী।গত শুক্রবার সারেঙ্গা গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হচ্ছিল

ঐ গ্রামেরই আঠারো বছর বয়সী এক যুবকের সঙ্গে। বিডিও অভিষেক চক্রবর্ত্তীর কাছে এই খবর আসতেই তৎক্ষনাৎ বিয়ে বন্ধে উদ্যোগী হন তিনি।বিডিও-র নির্দেশে সারেঙ্গা ব্লক আধিকারীকরা ছাড়াও তাঁদের সঙ্গে সারেঙ্গা থানার পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীরাও ঐ গ্রামে যান। বলেন ঐ নাবালিকার বাবা-মায়েরর সঙ্গে। মেয়েদের আঠারো বছরের আগে বিয়ে হলে কি ক্ষতি হতে পারে তা তাদের বোঝান। এবং এই কাজ শাস্তি যোগ্য অপরাধ সে সম্পর্কেও বলেন।পরে ব্লকের আধিকারীক, পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীদের কাছে ঐ নাবালিকার বাবা মা বিয়ে বন্ধের মুচলেকা দেন। আগামী দিনে ব্লক এলাকায় এ বিষয়ে সচেতনতা শিবির হবে বলেও ব্লক প্রশাসন সূত্রে খবর।
গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার সারেঙ্গার গাংনালা গ্রামের এক নাবালিকার বিয়ে রুখলেন বিডিও অভিষেক চক্রবর্ত্তী।গত শুক্রবার সারেঙ্গা গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হচ্ছিল
ঐ গ্রামেরই আঠারো বছর বয়সী এক যুবকের সঙ্গে। বিডিও অভিষেক চক্রবর্ত্তীর কাছে এই খবর আসতেই তৎক্ষনাৎ বিয়ে বন্ধে উদ্যোগী হন তিনি।বিডিও-র নির্দেশে সারেঙ্গা ব্লক আধিকারীকরা ছাড়াও তাঁদের সঙ্গে সারেঙ্গা থানার পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীরাও ঐ গ্রামে যান। বলেন ঐ নাবালিকার বাবা-মায়েরর সঙ্গে। মেয়েদের আঠারো বছরের আগে বিয়ে হলে কি ক্ষতি হতে পারে তা তাদের বোঝান। এবং এই কাজ শাস্তি যোগ্য অপরাধ সে সম্পর্কেও বলেন।পরে ব্লকের আধিকারীক, পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীদের কাছে ঐ নাবালিকার বাবা মা বিয়ে বন্ধের মুচলেকা দেন। আগামী দিনে ব্লক এলাকায় এ বিষয়ে সচেতনতা শিবির হবে বলেও ব্লক প্রশাসন সূত্রে খবর।
posted from Bloggeroid