রবিবার, নভেম্বর ১৯, ২০১৭

মঙ্গলকোট এ.কে.এম উচ্চবিদ্যালয়ে চরম অপব্যবস্থা

পুর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের সদর শহর মঙ্গলকোট এ.কে.এম উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলছে চরম অপব্যবস্থা।বেশিরভাগ দিনই পাঁচ পিরিয়ডেই ছুটি হয়ে যায় বলে অভিভাবকদের দাবি।স্কুলের নিজস্ব ঘরে সকাল - বিকেলে এই বিদ্যালয়ের কিছু প্যারাটিচার কোচিং সেন্টার চালান বলে স্থানীয় সুত্রে প্রকাশ।বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বিশেষত প্রধান শিক্ষক খেয়ালখুশি সময়ে আসেন। এইরুপ নানান অভিযোগ উঠেছে।পরিস্কার পরিছন্নতা এই বিদ্যালয়ে নেই বললেই চলে।যদিও স্কুল কর্তপক্ষ তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছে।তবে কাটোয়া মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে - যেকোন দিন এই বিদ্যালয়ে পরিদর্শনে যেতে পারেন মহকুমাস্তরের কোন প্রশাসনিক আধিকারিক, অভিযোগগুলি খতিয়ে দেখবার জন্য।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER