মানস দাস, মালদা
গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহড়ের রথবাড়ি মোড়ে হানা দিয়ে একটি চোরাই মোটরবাইক সহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, ইংরেজবাজার থানার এসআই সত্য ভট্টাচার্যর নেতৃত্ব রথবাড়ি এলাকায় হানা দেয়।সেখান থেকেই গেপ্তার করা হয় ৩ কুখ্যাত মোটরবাইক চোরকে।ধৃত যুবকদের নাম হাসিব শেখ ১৭, মোজাফার হক ১৬,রজু শেখ ১৭।এদের সকলেই কালিয়াচকের সুজাপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।ধৃতরা দীর্ঘদিন ধরে চোরাই বাইকের সাথে যুক্ত।বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতদের রিমান্ডে পাওয়ার পর আরও বেশ কিছ চোরাই মোটরবাইক ও দুষ্কৃতীদের খবর পাওয়া যাবে বলে অনুমান।