ভাস্কর ঘোষ
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে অধীর চৌধুরীর তাঁর সাংসদ

কোটার টাকায় বহরমপুরের মুন্সি বাগান কবরস্থানে গেট ও হোডিং এবং ওয়েটিং সেট নির্মানের কাজ শুরু করলেন। ৩ লক্ষ ২৫ হাজার ৫৫১ টাকা ব্যায়ে এই কাজ করা হবে।এদিন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরীর এই কাজের সুচনা করেন। দীর্ঘদিন ধরে বহরমপুরের গোড়াবাজার এলাকার এই কবরস্থান সাজানো ছিল না। ছিল না কোন প্রতীক্ষালয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সাংসদ কোটার টাকায় এই কাজ শুরু করেন অধীর বাবু। আর তাতেই এলাকাবাসীর মনে খুশির আমেজ।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে অধীর চৌধুরীর তাঁর সাংসদ
কোটার টাকায় বহরমপুরের মুন্সি বাগান কবরস্থানে গেট ও হোডিং এবং ওয়েটিং সেট নির্মানের কাজ শুরু করলেন। ৩ লক্ষ ২৫ হাজার ৫৫১ টাকা ব্যায়ে এই কাজ করা হবে।এদিন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরীর এই কাজের সুচনা করেন। দীর্ঘদিন ধরে বহরমপুরের গোড়াবাজার এলাকার এই কবরস্থান সাজানো ছিল না। ছিল না কোন প্রতীক্ষালয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সাংসদ কোটার টাকায় এই কাজ শুরু করেন অধীর বাবু। আর তাতেই এলাকাবাসীর মনে খুশির আমেজ।
posted from Bloggeroid