জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বাঁপুর গ্রামের সুনিল বেরা বয়স (40), কয়েকমাস ধরে পেটের পেনক্রিয়াটাইটিস রোগে ভুগছিল। সুনীল কোলাঘাট তাপবিদ্যুত কেন্দ্রে কর্মরত ছিল।দুই ছেলে ও স্ত্রী রয়েছে পরিবারে। সুনীল নিজের পাকা বাড়ি তৈরি জন্য অনেক দেনা ও করেফেলেছিল। নিজের পেটের রোগের জন্য চিকিত্সকদেরকে দেখিয়ে ও সুস্থ হচ্ছিল না। কয়েক দিনের মধ্যে ভেলোর নিয়ে জাওয়ার জন্য টিকিট ও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু সুনীল দেনা ও অসুখে জর্জরিত হয়ে মানসিক অবসাদে গতকাল রাত্রিতে বাড়ির পিছনে আম গাছের ডালে গলায় দিয়ে আত্মহত্যা করে। তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তর এর জন্য পাঠিয়েছে।