সেখ সামসুদ্দিন
মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম রাজ্যে ডেঙ্গু সহ স্বাস্থ্যপরিষেবা নিয়ে উদ্ভুত পরিস্থিতির মধ্যে মেমারিতে রোগীকল্যাণ সমিতির মিটিং ঘন ঘন করে মেমারি বিধানসভাকে স্বাস্থ্য পরিষেবায় সমালোচনার উর্দ্ধে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার মেমারি রুরাল হাসপাতালে পুরসভা, ব্লক, প্রশাসন সহ আধিকারিকদের নিয়ে রোগী কল্যাণ সমিতির মিটিং করলেন বিধায়িকা নার্গিস বেগম ।