মানস দাস, মালদা
মদ না পেয়ে হোটেলের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠলো হোটেলে খেতে আসা এক খদ্দেরের বিরুদ্ধে।কোনো রকম পালিয়ে প্রাণে বাঁচলো ওই হোটেল কর্মী।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদার ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায়।আক্রান্ত ওই হোটেল কর্মী চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ব্যক্তি।থানায় অভিযোগ দায়ের করার পরই অভিযুক্তকে পাকড়াও করতে তদন্তে নেমেছে পুলিশ।জানা গেছে ,ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায় স্থানীয় বাসিন্দা সুধির ঘোষ নামক ব্যক্তির একটি ছোটখাটো খাওয়ারের হোটেলে রয়েছে।সেই হোটেলেই কাজ করেন নদিয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা রবি রায়(৫০)।রোজকার মতো রবিবার রাতেও হোটেল খোলা ছিল।অভিযোগ ,হোটেল মালিক সুধীর ঘোষের অবর্তমানে ছাক্কু ঘোষ নামে স্থানীয় এক ব্যক্তি হোটেলে ঢুকে মদ চায়।কিন্তু হোটেল কর্মী রবি রায় মদ নেই জানাতেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় হোটেল কর্মীকে বলে অভিযোগ।হোটেল কর্মী রবি রায়ের বাঁ হাতে এবং পায়ে অস্ত্রের কোপ

লাগে।রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে স্থানীয়রা। এরপর রাতেই স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।পরে আক্রান্ত কর্মী হোটেল মালিককে সঙ্গে নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ছাক্কু ঘোষের বিরুদ্ধে।হোটেল মালিক সুধীর ঘোষ জানান,"হোটেলে মদ বিক্রি করেননা তিনি।তা সত্বেও হোটেলের কর্মীদের উপর কয়েক দিন ধরেই হামলা চালাচ্ছে দুস্কৃতিরা।এই রবি রায় গত প্রায় এক মাস ধরে আমার হোটেলে রান্নার কাজের সঙ্গে যুক্ত।তার ওপর এলাকারই ছক্কু ঘোষ হামলা করেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত উচিৎ শাস্তি দিক"।
মদ না পেয়ে হোটেলের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠলো হোটেলে খেতে আসা এক খদ্দেরের বিরুদ্ধে।কোনো রকম পালিয়ে প্রাণে বাঁচলো ওই হোটেল কর্মী।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদার ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায়।আক্রান্ত ওই হোটেল কর্মী চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ব্যক্তি।থানায় অভিযোগ দায়ের করার পরই অভিযুক্তকে পাকড়াও করতে তদন্তে নেমেছে পুলিশ।জানা গেছে ,ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায় স্থানীয় বাসিন্দা সুধির ঘোষ নামক ব্যক্তির একটি ছোটখাটো খাওয়ারের হোটেলে রয়েছে।সেই হোটেলেই কাজ করেন নদিয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা রবি রায়(৫০)।রোজকার মতো রবিবার রাতেও হোটেল খোলা ছিল।অভিযোগ ,হোটেল মালিক সুধীর ঘোষের অবর্তমানে ছাক্কু ঘোষ নামে স্থানীয় এক ব্যক্তি হোটেলে ঢুকে মদ চায়।কিন্তু হোটেল কর্মী রবি রায় মদ নেই জানাতেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় হোটেল কর্মীকে বলে অভিযোগ।হোটেল কর্মী রবি রায়ের বাঁ হাতে এবং পায়ে অস্ত্রের কোপ
লাগে।রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে স্থানীয়রা। এরপর রাতেই স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।পরে আক্রান্ত কর্মী হোটেল মালিককে সঙ্গে নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ছাক্কু ঘোষের বিরুদ্ধে।হোটেল মালিক সুধীর ঘোষ জানান,"হোটেলে মদ বিক্রি করেননা তিনি।তা সত্বেও হোটেলের কর্মীদের উপর কয়েক দিন ধরেই হামলা চালাচ্ছে দুস্কৃতিরা।এই রবি রায় গত প্রায় এক মাস ধরে আমার হোটেলে রান্নার কাজের সঙ্গে যুক্ত।তার ওপর এলাকারই ছক্কু ঘোষ হামলা করেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত উচিৎ শাস্তি দিক"।
posted from Bloggeroid