শুক্রবার, নভেম্বর ২৪, ২০১৭

মেখলিগঞ্জে টোটো চালকদের মিছিল


নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

প্রসাশনের তরফে হাইরোডে টোটো চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রসাশন।এতে তাদের রুটি রুজিতে টান পরার পরিস্থিতি তৈরি হয়েছে।এই অভিযোগ এনে চ্যাংড়াবান্ধায় মিছিল করে বিক্ষোভ দেখাল এলাকার বিভিন্ন টোটোচালকেরা।টোটো নিয়ে চ্যাংড়াবান্ধা বাজার,ভিআইপি মোড়, বাইপাস প্রভৃতি এলাকা তারা পরিক্রমা করে।চ্যাংড়াবান্ধা ভোটবাড়ি টোটোচালক সংঠনের সম্পাদক শহিদুল মহম্মদ,সহিদার রহমান প্রমুখ বলেন,হাইরোডে টোটোচালানোর ব্যাপারে নিষেধ করা হয়েছে।এতে তাদের ভীষন সমস্যায় পরতে হবে কারন অনেক ক্ষেত্রেই তাদের ওই রাস্তা দিয়ে টোটো চালাতে হয়।এনিয়ে ভীষণ সমস্যায় তারা পরেছেন।রোজগার বন্ধ হবার আশঙ্কাও তারা করছেন।তাই সমস্যার কথা প্রসাশনের নিকট তুলে ধরতেই এদিন তারা রাস্তায় নামেন।ওপর টোটোচালক বাদল রায়,সহিদার রহমান প্রমুখ বলেন,অনেক শিক্ষিত যুবক রয়েছেন যারা বেকারত্বের জ্বালা মেটাতে টোটো চালাচ্ছেন।ঋণ ধার করে টোটো কিনেছেন।এই অবস্থায় টোটোচালানোর ক্ষেত্রে কড়া নিয়মকানুন জারি করা হলে তাদের চরম দুর্দশায় ভুগতে হবে।এদিন তারা মিছিল করে মেখলিগঞ্জ ব্লকের বিডিও এর দপ্তরের সামনে জমায়েত করেন।সেখানেও বিক্ষোভ দেখান।এরপর তাদের দাবির বিষয়ে ব্লক প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন।এদিন তারা

বলেন,হাইরোড এলাকাতেও তারা সতর্কতার সাথে টোটো চালাবেন।তাদের জন্য যাতে কোনরূপ যানজট সমস্যা তৈরি না হয় সেই বিষয়টিও তারা খেয়াল করবেন।যদিও এবিষয়ে স্থানীয় প্রশাসনের কর্তারা মুখ খুলতে চাননি।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER