শনিবার, নভেম্বর ২৫, ২০১৭

বেলডাঙ্গায় জমি দখল ঘিরে রনক্ষেত্র


ভাস্কর ঘোষ

জমি দখলকে কেন্দ্র করে অভিযুক্তদের মোটর বাইকে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ২জনকে গ্রেপ্তার করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।

অন্যদিকে ৩৪নং জাতীয় সড়কের উপর এই অগ্নিকান্ড ঘটায় বেশ কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার সকালে বেলডাঙ্গা থানার সরুলিয়া গ্রামের একটি জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় দুপক্ষের। সরুলিয়া গ্রামের জমির মালিক মফিজুল শেখের বাবা মির্জাপুরের রফিকুল শেখের জমির উপর আল সরিয়ে দিয়েছেন এই অভিযোগ তুলে দুপক্ষের বচসা বাঁধে। মির্জাপুরের রফিকুল শেখ সেই সময় হুমকি দিয়ে  যায় মফিজুলকে বলে অভিযোগ। এই ঘটনার কিছুক্ষন পর দলবল নিয়ে এসে হামলা চালান হয়  মফিজুল ও তাঁর ভাইয়ের উপর বলে অভিযোগ। এমনকি কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে দুস্কৃতিরা বলে অভিযোগ। এরপর অভিযুক্তদের গ্রামবাসীরা তাড়া করলে একটি মোটর বাইক ফেলে পালিয়ে যায় তাঁরা। মোটর বাইকটিতে  উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী তুললে তল্লাশি  চালিয়ে পুলিশ জাব্বারুল শেখ ও বানু শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে মফিজুল শেখের ভাই তোফাজুল জানিয়েছেন তাঁদের জমি জোর করে দখল করতে এসেছিল রফিকুল শেখ। তাঁর বাবার নামে মিথ্যে অভিযোগ দিয়ে জোর করে জমি দখলের হুমকি দিয়ে যায় শনিবার সকালে। এরপর ৪-৫টি বাইকে করে দুস্কৃতিদের এনে তাঁদের দুই ভাইকে লক্ষ করে গুলি ছোড়ে ও চাকু চালায়। যদিও তাঁরা প্রানে রক্ষা পেয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।  

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER