ভাস্কর ঘোষ
স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থেকে ছাত্রীদের কটুক্তি করায় বুধবার মুর্শিদাবাদের কান্দিতে সাতজন যুবককে আটক করে পুলিশ। এদিন কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চবালিকা বিদ্যালয়ের গেটের সামনে তাদের আটক করা হয়েছে।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুল রায়ের কাছে বেশ কয়েক দিন ধরেই ছাত্রীরা অভিযোগ করে আসছিল। খবর পেয়ে কান্দি থানার পুলিশ এদিন বিদ্যালয়ের মেন গেটের সামনে থেকে সাতজন বহিরাগতকে গ্রেপ্তার করে।বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি

গোরাঙ্গগোপাল সাহা বলেন, স্কুলের গেটের সামনে বহিরাগতরা আড্ডা দিত। ছাত্রীদের যেতে আসতে কটুক্তি করত। তারা ঘটনাটি স্কুল কে জানায়। প্রধান শিক্ষিকা বুলবুল রায় আমাকে জানায়। আমি কান্দি থানা অভিযোগ করি। পুলিশ সাতজনকে আটক করে নিয়ে গিয়েছে। কান্দি থানার পুলিশকে ধন্যবাদ।
স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থেকে ছাত্রীদের কটুক্তি করায় বুধবার মুর্শিদাবাদের কান্দিতে সাতজন যুবককে আটক করে পুলিশ। এদিন কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চবালিকা বিদ্যালয়ের গেটের সামনে তাদের আটক করা হয়েছে।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুল রায়ের কাছে বেশ কয়েক দিন ধরেই ছাত্রীরা অভিযোগ করে আসছিল। খবর পেয়ে কান্দি থানার পুলিশ এদিন বিদ্যালয়ের মেন গেটের সামনে থেকে সাতজন বহিরাগতকে গ্রেপ্তার করে।বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি
গোরাঙ্গগোপাল সাহা বলেন, স্কুলের গেটের সামনে বহিরাগতরা আড্ডা দিত। ছাত্রীদের যেতে আসতে কটুক্তি করত। তারা ঘটনাটি স্কুল কে জানায়। প্রধান শিক্ষিকা বুলবুল রায় আমাকে জানায়। আমি কান্দি থানা অভিযোগ করি। পুলিশ সাতজনকে আটক করে নিয়ে গিয়েছে। কান্দি থানার পুলিশকে ধন্যবাদ।
posted from Bloggeroid