নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ
নদী ভাঙ্গন রোধের দাবিতে সোচ্চার হলেন মেখলিগঞ্জ ব্লকের ১৫৭ জামালদহ চিতিয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দারা

।তারা জানিয়েছেন, সুটুঙ্গা নদীর ভাঙনের মাত্রা দিনদিন বেড়ে চলেছে।এবারের বর্ষাতেও নদী ভাঙ্গনের কবলে পরে এলাকার প্রচুর মানুষের ক্ষতি হয়েছে।তাই ভাঙ্গন মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে বড় ধরনের বিপদের আশঙ্কা তারা করছেন।বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, নদী ভাঙন নিয়ে আতঙ্কের কথা সাংসদ বিজয় চন্দ্র বর্মন সহ প্রশাসনের নানামহলেও জানানো হয়েছে কিন্তু এখনো অবধি কোনো উদ্যোগ তারা দেখতে পাননি।বিষয়টি নিয়ে গ্রামবাসীরা ফের প্রশাসনের দারস্থ হবেন বলে জানিয়েছেন।
নদী ভাঙ্গন রোধের দাবিতে সোচ্চার হলেন মেখলিগঞ্জ ব্লকের ১৫৭ জামালদহ চিতিয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দারা
।তারা জানিয়েছেন, সুটুঙ্গা নদীর ভাঙনের মাত্রা দিনদিন বেড়ে চলেছে।এবারের বর্ষাতেও নদী ভাঙ্গনের কবলে পরে এলাকার প্রচুর মানুষের ক্ষতি হয়েছে।তাই ভাঙ্গন মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে বড় ধরনের বিপদের আশঙ্কা তারা করছেন।বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, নদী ভাঙন নিয়ে আতঙ্কের কথা সাংসদ বিজয় চন্দ্র বর্মন সহ প্রশাসনের নানামহলেও জানানো হয়েছে কিন্তু এখনো অবধি কোনো উদ্যোগ তারা দেখতে পাননি।বিষয়টি নিয়ে গ্রামবাসীরা ফের প্রশাসনের দারস্থ হবেন বলে জানিয়েছেন।
posted from Bloggeroid