জাহাঙ্গীর বাদশা
বুধবার রাতে অসুস্থ হয়ে ল মৃত্যু হয় দিদিমার। তাঁর শেষকৃত্যে যোগ দিতে এসে বিদ্যুতের পড়ে থাকা তারে শক খেয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। মৃত বালকের নাম কার্ত্তিক প্রধান (১০)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাঁথি থানার বেলতলিয়া গ্রামের বাসিন্দা গৌতম দাসের মা অসুস্থতা জনিত কারনে বুধবার রাতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। সেই খবর পেয়ে ওই থানা এলাকার রাউতারা গ্রামের বাসিন্দা কার্ত্তিক তাঁর মা ও বাবার সঙ্গে বুধবারেই মামা বাড়িতে এসে উপস্থিত হয়।এদিন রাতেই বাড়ি থেকে সামান্য দূরে ওই মহিলার মৃতদেহের সৎকার করা হয়। তবে মায়ের সৎকারের কাজের জন্য গৌতমবাবুর বাড়ি থেকে বিদ্যুতের তাঁর শ্মশানে টেনে নিয়ে যাওয়া হয়। ভোর রাতে সৎকারের কাজ শেষ হয়ে গেলেও বিদ্যুতের তারটি খুলতে ভুলে যান তাঁরা। বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে এসে অসাবধানতা বশতঃ কার্ত্তিক বিদ্যুতের ছেঁড়া তারে হাত দিয়ে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। শিশুটির বাবা অরবিন্দ প্রধান জানান, রাতভর শেষকৃত্যের কাজ চলায় তারটি খোলা হয়নি। তাঁর শিশুপুত্র এরই খেশারত নিজের প্রাণ দিয়ে দিল বলে জানান তিনি।