সুদিন মন্ডল
বৃহস্পতিবার ভাতারের আলিনগর ফুটবল মাঠে আলিনগর ইয়ংস কর্ণার ক্লাবের পরিচলনায় একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন হয়। বর্ধমান,বীরভূম,হুগলি,মালদা,প্রভৃতি জেলা থেকে আটটি দল অংশগ্রহণ করে। হুগলির ভদ্রেশ্বর KAOYKALA ট্রাইবেকারে কালনা আরিয়ান কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ মন্ডল,প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা,মানগোবিন্দ অধিকারী প্রমুখরা।