বুধবার, নভেম্বর ২২, ২০১৭

কন্যাশ্রী স্বাবলম্বী প্রকল্প শুরু পুরুলিয়ায়

সঞ্জয় হালদার

‘কন্যাশ্রী’দের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে স্বনির্ভর করার জন্য ‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্প চালু করল রাজ্য সরকার। পুরুলিয়ায় জেলায় প্রাথমিকভাবে এই প্রকল্পের

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। তিনি বলেন, ‘প্রাথমিক ভাবে এই জেলায় হাজারের বেশী কন্যাশ্রীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এদের প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি ছাড়াও সাবলীলভাবে কথা বলা এবং ব্যাক্তিত্ব বাড়িয়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হবে। কন্যাশ্রীদের এই সুযোগ ধীরে ধীরে সারা রাজ্যে প্রসারিত করা হবে।’ জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশুর সঠিক পোষণের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ’ শিরোনামে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি সহায়ক পুস্তিকার উদ্বোধন করা হয়।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER