মোল্লা জসিমউদ্দিন
মঙ্গলবার সকালে মঙ্গলকোটের নূতনহাটে মিলন পাঠাগারে সাংস্কৃতিক অনুস্থানের মাধ্যমে শিশু দিবস পালন করলো।পাঠাগারের সম্পাদক নূর আনসারী জানান - আশেপাশে দশ থেকে বারোটি গ্রামের কচি কাচারা প্রতিবারের মত এবারেও সামিল হলো শিশুদিবসে।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...