নীলাদ্রি ঘোষ
বাম শ্রমিক সংগঠনের সন্মেলন অনুস্টিত হল রেলশহর চিত্তরঞ্জনে l শ্রমিকদে র সিটু অনুমোদিত স্থানীয় লেবার ইউনিয়নের ৩২ তম এই সন্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকারের বিভিন্ন শ্রমিক স্বার্থ বিরোধী সিন্ধান্তের তীব্র সমালোচনা করা হয় l বিশ্বের অন্যতম এই রেলইঞ্জন কারখানাকে কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরনের প্রতিবাদ জানিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ্য আন্দোলনের ডাক দেওয়া হয় l সন্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিটুর সর্ব ভারতীয় নেতা শ্যামল চক্রবরের্তী , প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী প্রমুখ।