রবিবার, নভেম্বর ০৫, ২০১৭

রেলকর্মীদের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা বেশ কিছু ট্রেন

মানস দাস, মালদা

বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ পদাতিক এক্সপ্রেস। রেল কর্মীদের চেস্টায় কোনক্রমে এ যাত্রায় বেচে গেল এই এক্সপ্রেস ট্রেনটি l সামসি স্টেশন পেরিয়ে শিলিগুড়িগামী দিকে চলে গেলেও নজরে পড়েনি কারও।এরপরি ট্রেন লাইনে ফাটল দেখতে পায় রেল কর্মীরা,দাড়িয়ে রয়েছে কয়েকটি দূরপাল্লার ও লোকাল প্যাসেঞ্জার ট্রেন।রবিবার সকালে সামসী রেল গেটের কাছে রেলকর্মীদের নজরে পরে আপ ট্রেন লাইনে ফাটল।এরপর খবর পেয়ে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।খবর পেয়ে ছুটে আসে নর্থ ফন্টিয়ার রেলওয়ে উচ্চ পদস্থ কর্তরা।এদিন সকাল পর্যন্ত সামসী রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে দারিয়ে ছিল হাটেবাজারে এক্সপ্রেস ট্রেন।রেল কর্মীরা জানান, প্রায় বারো ইঞ্চির মতো ফাটল দেখা যায় ট্রেন লাইনে।তবে সঠিক সময়ে নজরে না পড়লে বড়োসড়ো দূর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছেন তারা।তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি লাইনের ভাঙ্গা টুকরোটি।এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।অনেকের দাবী কেউ বা কারা পরিকল্পিত ভাবেই লাইনটি ভেঙ্গে উধা করেছে। রেল কর্তৃপক্ষ ও রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে l

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER