ব্যাসদেব চক্রবর্তী
বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের '
সবলা মেলা' ২০১৭ শুভ উদ্ধোধন হলো জেলা পরিষদের অডিটোরিয়ামের সামনের মাঠে। বাঁকুড়া জেলার বিভিন্ন শিল্পীদের সুন্দর হাতের কাজ সকলের মন জয় করবে বলে উদ্যোক্তাদের আশা। উদ্বোধনী অনুস্থানে অতিথিদের মধ্যে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।
posted from Bloggeroid