সেখ সামসুদ্দিন
মেমারি ১ ব্লকের মৎস্য দপ্তর টিএসপি প্রকল্পে ১০ জন বেনিফিসিয়ারি মাগুর মাছের চারা বিতরণ করা হয়। ফিসারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা ঘোষ জানান ১২০০ দেশী মাগুর মাছের চারা, ২৫ কেজি,

দুইটি ২০ ইঞ্চি হাঁড়ি আজ দেওয়া হচ্ছে। পরে ৩০০ কেজি করে খাবার দেওয়া হবে। এছাড়াও সামাজিক মৎস্য চাষ প্রকল্পে ব্লকের ১০ টি পঞ্চায়েতের ১০ জনকে ১০০০ পিস করে রুই, কাতলা মৃগেল চারা পোনা দেওয়া হচ্ছে। এদেরও ৩০ কেজি করে চুন দেওয়া হচ্ছে। পরে ৩০০ কেজি করে খাবার দেওয়া হবে। উপস্থিত ছিলেন বিডিও বিপুল কুমার মন্ডল, কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, সেখ মোয়াজ্জেম, এফইও সোমদত্তা দাসগুপ্ত, ফিসারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মেমারি ১ ব্লকের মৎস্য দপ্তর টিএসপি প্রকল্পে ১০ জন বেনিফিসিয়ারি মাগুর মাছের চারা বিতরণ করা হয়। ফিসারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা ঘোষ জানান ১২০০ দেশী মাগুর মাছের চারা, ২৫ কেজি,
দুইটি ২০ ইঞ্চি হাঁড়ি আজ দেওয়া হচ্ছে। পরে ৩০০ কেজি করে খাবার দেওয়া হবে। এছাড়াও সামাজিক মৎস্য চাষ প্রকল্পে ব্লকের ১০ টি পঞ্চায়েতের ১০ জনকে ১০০০ পিস করে রুই, কাতলা মৃগেল চারা পোনা দেওয়া হচ্ছে। এদেরও ৩০ কেজি করে চুন দেওয়া হচ্ছে। পরে ৩০০ কেজি করে খাবার দেওয়া হবে। উপস্থিত ছিলেন বিডিও বিপুল কুমার মন্ডল, কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, সেখ মোয়াজ্জেম, এফইও সোমদত্তা দাসগুপ্ত, ফিসারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
posted from Bloggeroid