বুধবার, নভেম্বর ২২, ২০১৭

শুভেন্দু অধিকারীর মঙ্গলকামনায় হোমযজ্ঞ নিমতৌরির মন্দিরে



জাহাঙ্গীর বাদশা

কেউ চোখে দেখতে পাই না, কেউ কানে শুনতে পাই না।কারো দু হাত নেই আবার কারো দু পা নেই। কারো পায়ে ভর দিয়ে চলার ক্ষমতা নেই। এইরকম প্রায়

কয়েকশো প্রতিবন্ধী রাজ্যের পরিবহন মমন্ত্রি শুভেন্দু অধিকারীর মঙ্গল কামনায় ঘি পুড়িয়ে হোম যজ্ঞ করে কয়েকশো মোমবাতি জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে তমলুক থানার নিমতৌরিতে কৃষ্ণ মন্দিরে পুজো অর্চনা করলেন। কারণ গত কয়েকদিনে মন্ত্রি শুভেন্দু অধিকারী উপরে অশুভ শক্তি বিরাজ করছে, গত কয়েকদিন আগে চণ্ডীপুর এলাকায় পথ দুর্ঘটনায় মন্ত্রি কলকতা যাওযার পথে তার পাইলট কার পথদুর্ঘটনায় পড়ে 5 জন আহত হন।গতকাল কে চৈতন্যপুরে দলীয়সভা সেরে মঞ্চ থেকে নামাএর সময় কার্নিশ ভেঙ্গে মন্ত্রীর মাথায় পড়ে যায়।মন্ত্রি আহত হন। তাই প্রতিবন্ধী ভাই বোনেরা মন্ত্রীর মঙ্গল কামনায় হোমযজ্ঞ করলেন। মূলত মন্ত্রি পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিবন্ধীদের কল্যাণ এর জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।মানুষের ভেদাভেদ এড়িয়ে অসহায় মানুষদের পাশে দাড়াবার নজির গড়ার শেষ নেই শুভেন্দু বাবুর।সাউথবেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে মোল্লা জসিমউদ্দিন পরিবহণমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER