মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০১৭

খড়গ্রাম মাদ্রাসা ভোটে জয়ী তৃনমূল

ভাস্কর ঘোষ

মুর্শিদাবাদের খড়গ্রামে হাই মাদ্রাসার নির্বাচনে সব কটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হল তৃনমূল। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদল গ্রামপঞ্চায়েতের শঙ্করপুর হাই মাদ্রাসায়

মঙ্গলবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। এদিন তৃনমূল ছ'টি আসনেই নমিনেশন জমা দেয়। বাম, কংগ্রেস, বিজেপি  অন্য কোন দলই নমিনেশন জমা দেয়নি। ফলে  ওই মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল সব আসনেয় জয়ী হয়। জানা গিয়েছে, শঙ্করপুর হাই মাদ্রাসায় মোট আসন ছ'টি। এদিন ছিল সেখানে পরিচালন সমিতির নির্বাচনের জন্য নমিনেশন জমা দেবার শেষ দিন। তৃনমূল একাই নমিনেশন জমা দেয়। অন্য কোন রজনৈতিক দল সেখানে নমিনেশন জমা দিতে আসেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল জিতে যায়। দীর্ঘদিন ধরেই ওই মাদ্রাসার পরিচালন সমিতি কংগ্রেসের দখলে ছিল। খড়গ্রাম ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মফিদউদ্দিন মন্ডল বলেন, কংগ্রেস এখানে দীর্ঘদিন ধরেই ক্ষমতায় ছিল। কিন্তু তারা এত দুনীর্তি করেছে যে মানুষ তাদের কাছ থেকে সড়ে গেছে। কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাছাড়া উন্নউন কর্মযজ্ঞে সকলেই সামিল হতে চলেছেন। খড়গ্রাম ব্লকের ভারপ্রাপ্ত বিডিও রবিউল ইসলামকে ফোন করা হলে তিনি পরে করুন বলে রেখে দেন। পরে তাঁর মোবাইলে আর পাওয়া যায়নি।
        

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER