সৈয়দ রেজওয়ানুল হাবিব
শনিবার বিকালে স্বরুপনগর ব্লকের অন্তর্গত স্বরুপনগর- বাঙলানি জি .পির বাঙলানি চরপাড়া থেকে মালঙ্গপাড়া ২.৮ কি.মি, অনুমোদিত অর্থ ১,কোটি ৩৮লক্ষ ১০
হাজার টাকা।বেলুর মঠ থেকে স্বরূপনগর বাসস্ট্যান্ড পর্যস্ত পাকা রাস্তা-অনুমোদিত অর্থ ৪৩ লক্ষ্ এবং তেপুল মিরজাপুর জি.পির পাড়ুই গ্রাম থেকে দামহাটি স্কুল পর্যন্ত পাকা রাস্তার অনুমোদিত অর্থ ২৫ লক্ষ টাকা বনগাঁ লোকসভার সাংসদ মমতা ঠাকুর এর সাংসদ তহবিল থেকে অনুমোদিত হলো।এই পাকা রাস্তার রুপায়নে উঃ ২৪ পরগনা জেলাপরিষদ। শুভ সূচনা করেন সংসদ মমতা ঠাকুর ,সাথে ছিলেন বিধায়ক বীনামন্ডল, জেলা পরিষদের পূর্তকর্মধ্যক্ষ নারায়নগোস্বামী, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা সাহা, জয়েন্ট বিডিও তাপস কুমার প্রমুখ।
posted from Bloggeroid