মোল্লা জসিমউদ্দিন
কালনা মহকুমা আদালতে জিআরও ( পুলিশ পরিচালিত) বিভাগে প্রয়োজনীয় কর্মী না থাকায় আদালতের বিভিন্ন এজলাসে মামলা দীর্ঘায়িত হচ্ছে।আইনজীবিদের দাবি, কালনা মহকুমা পুলিশ অফিসার প্রিয়ব্রত রায় পুলিশকর্মী তুলে নিয়েছেন আর তাতেই এই বিপত্তি।এই ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের কুশপত্তলিকা দাহ করেন আইনজীবিরা। বর্তমানে কালনা আদালতে কর্মবিরতি চলছে, শুনশান আদালত চত্বর।তবে পুলিশের একাংশ সুত্র মারফত প্রকাশ, বদলীর জন্য এই জিআরও তে কর্মী দের তুলে নেওয়া হয়েছে।