মোহন সিং
রাজ্যে বিভিন্ন কলেজে অস্থায়ী অশিক্ষক কর্মীদের অনিয়মিত এবং স্বল্প বেতন
দেওয়ার অভিযোগ বহুদিনের। বারবারই অশিক্ষকর কর্মীরা নানা ভাবে আন্দোলন করেছেন, কিন্তু দিন বদলায় নি। সম্প্রতি

চারুচন্দ্র কলেজের এক অস্থায়ী অশিক্ষক কর্মী সোমনাথ দাসের অকাল ও অস্বাভাবিক প্রয়াণ হয়েছে। বিভিন্ন
কলেজে তা নিয়েই আন্দোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার আসানসোলের বিবি কলেজেও সোমনাথ দাসের মৃত্যু নিয়ে শোক জানানোর পাশপাশি কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রদর্শন করা হল। বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা। তাদের দাবি কর্মীদের অনিয়মিত এবং স্বল্পবেতন দেওয়ার কারনেই সোমনাথ দাসের অকাল এবং অস্বাভাবিক প্রয়াণ ঘটেছে। কর্মীদের অনিয়মিত এবং স্বল্পবেতন দেওয়ার রাজ্যের শিক্ষানীতিরও সমালোচনা করেন অশিক্ষক কর্মীরা
রাজ্যে বিভিন্ন কলেজে অস্থায়ী অশিক্ষক কর্মীদের অনিয়মিত এবং স্বল্প বেতন
দেওয়ার অভিযোগ বহুদিনের। বারবারই অশিক্ষকর কর্মীরা নানা ভাবে আন্দোলন করেছেন, কিন্তু দিন বদলায় নি। সম্প্রতি
চারুচন্দ্র কলেজের এক অস্থায়ী অশিক্ষক কর্মী সোমনাথ দাসের অকাল ও অস্বাভাবিক প্রয়াণ হয়েছে। বিভিন্ন
কলেজে তা নিয়েই আন্দোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার আসানসোলের বিবি কলেজেও সোমনাথ দাসের মৃত্যু নিয়ে শোক জানানোর পাশপাশি কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রদর্শন করা হল। বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা। তাদের দাবি কর্মীদের অনিয়মিত এবং স্বল্পবেতন দেওয়ার কারনেই সোমনাথ দাসের অকাল এবং অস্বাভাবিক প্রয়াণ ঘটেছে। কর্মীদের অনিয়মিত এবং স্বল্পবেতন দেওয়ার রাজ্যের শিক্ষানীতিরও সমালোচনা করেন অশিক্ষক কর্মীরা
posted from Bloggeroid