সেখ সামসুদ্দিন
মেমারি ১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের আমোদপুর গ্রামে পিএইচই অফিসের মধ্যে থাকা প্রায় ৩০ বছরের পুরানো শ্বেত শিমুল গাছ সরকারী অনুমতি ছাড়া কাটার জন্য এলাকায়
চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রামবাসীরা অভিযোগ জানান - পঞ্চায়েত
প্রধান মঙ্গল মুরমু, মোবারকপুর সংসদ সদস্য হরেকৃষ্ণ বৈরাগ্য ও আমোদপুর গ্রাম সংসদ সদস্য তড়িত ব্যানার্জী চক্রান্ত করে বনদপ্তর বা বিভাগীয় দপ্তরের অনুমতি ছাড়ায় গাছ বিক্রি করে আত্মসাত করতে চেয়েছিল। গ্রামবাসীরা সরকারী অনুমতিপত্র দেখতে চাওয়ায় দেখাতে না পারায় গাছের গুঁড়ি তুলতে দেয়নি। গ্রামবাসীরা দাবী করেছেন বৈধ কাগজপত্র দেখিয়ে গাছের গুঁড়ি তুলতে দেওয়া হবে, কোন হুমকির কাছে মাথা নোয়াবে না।
posted from Bloggeroid