সুরোজ প্রসাদ
বৃহস্পতিবার সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে বি.এস.এন.এল. বর্ধমান
ডিভিশনের অফিসেও মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়। যৌথ ফোরামের উদ্যোগে বি.এস.এন.এল. টাওয়ারগুলির বেসরকারিকরণ এবং পে কমিশনের সুপারিশ কার্যকর না হওয়ার প্রতিবাদেই এই মানববন্ধন বলে জানান ফোরামের বর্ধমান ডিভিশনের সম্পাদক সুরজিৎ দত্ত। অবসরপ্রাপ্ত কর্মীরাও এই কর্মসূচিতে যোগ দেন।
posted from Bloggeroid