সাধন মন্ডল
বাঁকুড়ার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো অন্তর্বঙ্গ নাট্য উৎসবের শুভ উদ্বোধন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক অঞ্জন চক্রবর্তী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়িকা শম্পা দারিপা। দীর্ঘ দুদশক পর বাঁকুড়ায় নাট্য উৎসব অনুষ্ঠিত হওয়ায় বাঁকুড়ার নাট্যপ্রেমী মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। এদিন উদ্বোধনী নাটক হিসাবে ছিল বাঁশবেড়িয়া বৃশ্চিক নাট্য দলের নাটক কিনু কাহারের থেটার। আসা করা যাচ্ছে নাট্য উৎসবের আগামী দিনগুলিতেও দর্শকেরা এরকম ভাবেই নাটকের সাথে থাকবেন।