মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০১৭

'হাউসিং ফর অল' নিয়ে সভা ইংরেজবাজার পুরসভায়

মানস দাস, মালদা

'হাউসিং ফর অল' প্রকল্পের বরাদ্দকৃত টাকা দ্রুত প্রদান করার জন্য ঘর প্রাপকদের নিয়ে বৈঠক করলেন ইংরেজবাজার পৌরসভা । মঙ্গলবার মালদা টাউন হলে এই সভা অনুষ্ঠিত হয় । এই সভায় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ ,উপ পৌরপ্রধান দুলাল সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার সহ পৌরসভার আধিকারিকরা । পাশাপাশি পৌর এলাকার ৮২৩ জন ঘর প্রাপকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । গৃহহীনদের বাসস্থানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন । এই প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা । ইতিমধ্যেই ইংরেজবাজার পৌরসভা ৮২৩  টি পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছে । তিন দফায় অর্থ প্রদান করেছে পৌরসভা । কিন্তু ঘর প্রাপকের বাকি টাকা দ্রুত নেওয়ার দাবিতে চেয়ারম্যানের দ্বারস্থ হওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে । প্রকল্প সম্পর্কিত তথ্য জনসমক্ষে তুলে ধরতে এই সভার আয়োজন করে পৌরসভা । গৃহহীনদের সামনে প্রকল্পের গাইডলাইন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ । বক্তব্য রাখেন উপ পৌরপ্রধান দুলাল সরকারও ।  এই বিষয়ে চেয়ারম্যান নিহার বাবু জানান - নিয়ম মেনেই প্রকল্পের কাজ শেষ করা হবে । কোন জটিলতা যেন সৃষ্টি না হয় তার দিকেও নজর দেওয়া হচ্ছে । গাইডলাইন মেনেই বাকি অর্থও প্রদান করা হবে গৃহহীন পরিবার গুলিকে ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER