জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মান্দারগেছিয়া গ্রামে জল চেয়ে মহিলাকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণ করল এক যুবক ।অভিযোগ পেয়ে পুলিস পাকড়াও করেছে ওই কীর্তিমানকে ।ঘটনা মঙ্গলবার সন্ধের। আভিযোগকারিণী স্বামী পরিত্যক্তা ।আশ্রিত বাপের বাড়িতে ।এদিন সন্ধ্যেয় শিশুপুত্রকে নিয়ে নন্দকুমার থানার মান্দারগেছিয়ায় বাপের ঘরেই ছিলেন ।সেই সময় অভিযুক্ত স্থানীয় কল্যাণচকের শেখ রাজেশ আলি মহিলার বাড়িতে আসে ।জল খেতে চায় ।মহিলা রান্নাঘরে জল আনতে গেলে তার পিছু নেয় । মহিলাকে একা পেয়ে জোর করে ধর্ষণ করে । মহিলা চিত্কার করলে অভিযুক্ত তার শিশুপুত্রকে ধরে মারধর শুরু করে এবং ঘটনা কাউকে জানালে তাকে খুন করবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায় ।বুধবার মহিলা পুলিশে আভিযোগ জানান । গত কাল রাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত । শুক্রবার তমলুক জেলা আদালতে এসিজেম এজলাসে তোলা হয় তাকে। ভারপ্রাপ্ত বিচারক ধৃতকে চৌদ্দদিনের জেলহেফাজতের নির্দেশ দেন।