বুধবার, নভেম্বর ১৫, ২০১৭

হলদিয়ায় হিজলী টাইডাল ক্যানেল সংস্কার প্রকল্পে উদ্বোধনে পরিবহণমন্ত্রী

জাহাঙ্গীর বাদশা

হলদিয়া উন্নয়নপর্ষদের আর্থিক আনুকুল্যে মহিষাদলের গেঁওখালী থেকে ইটামগরা পর্যন্ত ১৬ কিমি হিজলী টাইডাল ক্যানাল  সংস্কারের শুভ সূচনা করেন রাজ্যে পরিবহনমন্ত্রী তথা হলদিয়া উন্নয়নপর্ষদের  চেয়ারম্যান  শুভেন্দু অধিকারী। সেইসাথে উপস্থিত ছিলেন পর্ষদের কার্যনির্বাহী  আধিকারিক  উজ্জল সেনগুপ্ত, তমলুকের সাংসদ দিবেন্দু অধিকারী, জেলাপরিষদের সভাধিপতি মধুরীমা মন্ডল, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস,  সহ সভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা। মহিষাদলের গেঁওখালী থেকে ইটামগরা পর্যন্ত ১৬ কিমি খালের সংস্কার এর আগে ২০১২ সালে করা হয়েছিল তার পর এলাকার মানুষ খালটি সংস্কার করার আবেদন জানিয়েছিল। সেই আবেদন মত খাল খননের কাজ আজ থেকে শুরু হল। খাল খননের পাশাপাশি ৩ টি পাকার সেতু ও ২২টি কাঠের সেতু নির্মান করা হবে। এদিন শুভেন্দুবাবু বলেন, ১৮৬৮ সালে ব্রিটিশরা এই খালটি খনন করেছিল। তার পর আমি সাংসদ থাকাকালিন ২০১২ সালে একবার খুলেছিলাম। মনে হয়েছিল কাজটি ঠিকমত হয়নি তাই আবার নতুন করে খুলছি। আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের ক্ষমতায় থেকে এলাকায় উন্নয়ন না করে জোর করে নন্দীগ্রামের কৃষকদের জমি দখল করার কাজ করেছিল। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হয়ে কাজ করে চলেছি।।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER