শুক্রবার, নভেম্বর ০৩, ২০১৭

'উদার আকাশ' আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ মাজহারুল পারভেজ

পুলকেশ ভট্টাচার্য

পশ্চিমবাংলার 'উদার আকাশ’ আজীবন সম্মাননা পাচ্ছেন
বাংলাদেশ লেখক পরিষদ’র সভাপতি ও বহুমাত্রিক লেখক
সৈয়দ মাজহারুল পারভেজ।
গঙ্গা-পদ্মা সাহিত্য-সৌহার্দ্য-র আয়োজনের মধ্য দিয়ে ''ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব-২০১৭ আগামী ১৪ নভেম্বর ২০১৭ বিকাল ৫.০০টায় সত্যজিৎ রায় অডিটোরিয়াম, আইসিসিআর কলকাতা, ৯-এ, হো চি মিন সরণি, কলকাতা ৭০০০৭১, এই উৎসব অনুষ্ঠিত হবে । এ অনুষ্ঠানে বাংলাদেশ লেখক পরিষদ’র সভাপতি ও বাংলাদেশ ও ভারতে প্রকাশিত দুই শতাধিক বইয়ের বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজ 'উদার আকাশ আজীবন সম্মাননা-২০১৭' পাচ্ছেন।
এ অনুষ্ঠানে অতিথি আসনে থাকছেন, মাননীয় মন্ত্রী পূর্ণেন্দু বসু (কারিগরি শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিভাগ), আবদুর রেজ্জাক মোল্লা(মন্ত্রী খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন),  জাকির হোসেন(মন্ত্রী, শ্রম বিভাগ),  আহমদ হাসান ইমরান(সাংসদ ও সম্পাদক 'কলম'), কবীর সুমন (বিশিষ্ট সংগীতকার),  কল্যাণী কাজী (সংগীত শিল্পী), এমদাদুল হক নূর (সম্পাদক নতুন গতি), আবদুর রাকিব(বিশিষ্ট কথা সাহিত্যিক), শেখ সদর নইম (সম্পাদক দৈনিক স্টেটসম্যান),  ড. গৌতম পাল ( অধ্যাপক কল্যাণী বিশ্ববিদ্যালয়),  ড. প্রকাশ চন্দ্র পট্টনায়ক (অধ্যাপক দিল্লী বিশ্ববিদ্যালয়) অমল সরকার ( বিশিষ্ট সাংবাদিক 'এই সময়'),  মইনুল হাসান ( বিশিষ্ট প্রাবন্ধিক),  রক্তিম দাশ (বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগশঙখ),  ড. আবদুস সাত্তার (বিশিষ্ট প্রাবন্ধিক),  ওয়ালে মহম্মদ (বিশিষ্ট কথা সাহিত্যিক),  লালমিয়া মোল্লা (কবি ও সাহিত্যিক),  ড. আমিনা খাতুন (অধ্যাপিকা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়),  নাফিসা পারভিন, অধ্যাপিকা (আসানসোল গার্লস কলেজ), দীপক দাস (বিশিষ্ট শিক্ষাবিদ),  ড. শিবুকান্ত বর্মন ( অধ্যাপক দিল্লি বিশ্ববিদ্যালয়),  জাহিরুল হাসান খোকন(সম্পাদক অবাক পৃথিবী, বাংলাদেশ)।'উদার আকাশ' সম্পাদক ফারুক আহমেদ জানিয়েছেন,  উক্ত অনুষ্ঠানে সকলের উজ্জ্বল উপস্থিতি তাঁদের অনুপ্রাণিত করবে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER