সেখ সামসুদ্দিন
মেমারি থানার গ্রাম দেবীপুর ধামাস মোড় হাটতলার রেশন ডিলার সনাতন হাজরা শপ নং - 26 (139504800038)। মঙ্গলবার সকালে গ্রাহকদের অত্যন্ত নিন্নমানের চাল দিতে থাকলে রেশন গ্রাহকরা প্রতিবাদ জানালে সনাতন হাজরা ও তার ভাই নিতাই হাজরা হুমকির সুরে বলেন -" নিলে নাও, যা এসেছে তাই নিতে হবে।" পরে গ্রাহকরা দেবীপুর অঞ্চল তৃণমূল সভাপতি পার্থ সিদ্ধান্তের কাছে গিয়ে অভিযোগ জানালে উনি রেশন দোকানে গিয়ে দেখেন বহু পুরানো ড্যাম্প ধরা চাল, সঙ্গে ধুলো মাটি মিশ্রিত নোংরা চাল। পার্থবাবু ডিলারকে চাল দেওয়া বন্ধ করতে বলেন। মেমারি ১ ব্লক সভাপতি তথা মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্যকে বিষয়টি জানান এবং খাদ্য দপ্তরের আধিকারিককে ঘটনাস্থলে এসে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান । পার্থবাবু আরও জানান ১২ নং সংসদ সদস্যার স্বামী সেখ কবীর আলি
আগের সপ্তাহে রেশন তুলতে না পারায় এই সপ্তাহে রেশন তুলতে গেলে তাকে রেশনসামগ্রী দেওয়া হয় নি, ফেরত পাঠানো হয়েছে। এই সব দুর্নীতির প্রতিকার চাই।
posted from Bloggeroid
মঙ্গলবার, নভেম্বর ২১, ২০১৭
মেমারিতে রেশনসামগ্রী নিয়ে এলাকায় ক্ষোভ
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...