ব্যাসদেব চক্রবর্তী
বাঁকুড়া জেলার WBCUPA সংগঠনের বার্ষিক সম্মেলন আগামী ২৬/১১/১৭ তারিখে হবে। উপস্থিত থাকবেন মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সৌমেন মহাপাত্র মহাশয়। স্থান- বাঁকুড়া জেলা সারদামনি মহিলা কলেজ, সময়- সকাল ১০ টা।এই নিয়ে শুক্রবার সংগঠনের তরফে বৈঠক হয়।ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।