মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০১৭

রাস্তা নির্মাণে মেখলিগঞ্জ পুরসভার অনিয়মের অভিযোগ

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ



রাস্তা নির্মাণের কাজে অনিয়ম করা হচ্ছে।কোথাও রাস্তা বেশি চওড়া কোথাও আবার সরু করা হচ্ছে।মেখলিগঞ্জ পুরসভা

এলাকায় প্রসাশনের বিরুদ্ধে এই অভিযোগ এনে আন্দোলন শুরু করলেন কয়েকজন দোকানদার।তাদের অভিযোগ উন্নয়নমূলক কাজে তারা বাধা দিতে চাননা তবে তারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাজ করতে গিয়ে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।উল্লেখ মেখলিগঞ্জ হাসপাতাল মোড় থেকে পূর্ব পাড়া পর্যন্ত তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন বিভাগের উদ্যোগে রাস্তা চওড়া করার কাজ চলছে।এই কাজ করতে গিয়ে রাস্তার দুইপাশে থাকা দোকানদারদের শর্ত সাপেক্ষে সরে যেতে বলা হয়েছে।সেই অনুযায়ী অনেকে সরেও গিয়েছেন।কিন্তু বিমানভূষন সরকার,আজিজার রহমানদের মত দোকানদারদের অভিযোগ তারা দোকান সরিয়ে নিলেও কয়েকজন ব্যবসায়ী এখনও জায়গা দখলমুক্ত না করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।তারা শুনতে পেয়েছেন ওইসব স্থানে রাস্তা সরু করা হয়েছে।এনিয়ে প্রশ্ন তুলে ফের তারা আবার আগের জায়গায় দোকান ঘর তৈরি করতে শুরু করেছেন।সমস্ত দোকান না সরানো হলে তারাও আর যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।রাতের বেলা কেউ যাতে তাদের নির্মিয়মান দোকান ভেঙ্গে না দিতে পারেন সেইজন্য তারা রাত জেগে পাহাড়া দেবেন বলেও জানিয়ে দিয়েছেন।এই ঘটনা নিয়ে শহরজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের তরফে অবশ্য জানানো হয়েছে নিয়ম মেনেই কাজ করছেন।ওই দোকানদারদের বিষয়টিও তারা দেখছেন।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER