পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন পালনে বিগত ৬ বছরে আমরা ৫০ এর বেশি গুনীজনদের সংবর্ধনা জানিয়েছি।যাঁদের সম্মান জানিয়েছি তাঁরা হলেন - সুনীল চৌধুরী(যাত্রাকার), বিবেকানন্দ সেনগুপ্ত(কবি), কেশব বন্দ্যোপাধ্যায়(প্রত্নবিদ),অমরেশ সিংহ(সমাজসেবী), অসিত বন্দ্যোপাধ্যায় (আলোকচিত্রি), রাজকুমার দাস(চিত্র পরিচালক), তাপস মন্ডল(মানবাধিকার কর্মী), সুকুমার ঘোষ(শিক্ষক),মুকুল রহমান(আলোকচিত্রি), হারাধন মাহান্ত(শিক্ষক), মলয় ঘোষ(নাট্যকার), সদানন্দ দাস(সাংবাদিক), তাপসী ঘোষ(সাহিত্যিক), সৈয়দ আজাহার আলী (কবি),অসিকার রহমান(লেখক),বিকাশ বন্দ্যোপাধ্যায়(আলোকচিত্রি), রেজাউল করিম(চিকিৎসক), অশোক মাহান্ত (কবি), আহমদ হাসান ইমরান (সাংবাদিক), চন্দ্রগোপাল ঘোষ(কবি), সম্রাট মুন্সি(সমাজসেবী), বংশগোপাল দাস(কবি), শ্যামলাল মকদমপুরী(কবি), খায়রুল আনাম(সাংবাদিক), ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় (সাংবাদিক), মতিলাল মুখোপাধ্যায়(সাহিত্যানুরাগী), চুনীলাল মুখার্জী(সাংবাদিক), রণদেব মুখার্জী(সাংবাদিক), আয়ুব হোসেন(প্রত্নবিদ), সাধন মন্ডল(আলোকচিত্রি), উদয় চাঁদ ঘোষাল(সাহিত্যিক) , মনোজিত মন্ডল(কবি) প্রবীর চট্টপাধ্যায়(সাংবাদিক)
প্রমুখদের আমরা সম্মান জানিয়েছি। আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবির বসতবাড়িতে আসুন কুমুদ সাহিত্য মেলায় অংশগ্রহন করতে। মোল্লা জসিমউদ্দিন(সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি)
posted from Bloggeroid
শনিবার, ডিসেম্বর ২৩, ২০১৭
কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধিত যাঁরা
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...