জাহাঙ্গীর বাদশা
আবার ভুয়ো ডাক্তার গ্রেফতারের ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরে। ২০১২সালে এই চিকিৎসকের দেওয়া একটি ডেথ সার্টিফিকেটের অসঙ্গতির তদন্তে নেমে ভবানীপুর থানার পুলিশ হলদিয়ার রায়চক গ্রাম থেকে স্বপন বারিক নামের এই চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত চিকিৎসক ২০০৪।সাল থেকে নিজের বাড়িতে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করতেন। ২০১২সালে স্বপনবাবু চিকিৎসক হিসেবে এক ব্যক্তির ডেথ সার্টিফিকেট দেন। কিন্তু গত জুলাই মাসে ভবানীপুরের বাসিন্দা সজ্ঞয় দলপতি নামের এক ব্যক্তি এই চিকিৎসকের ডিগ্রী ভুয়ো বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্তে নেমে
পুলিশ জানতে পারে স্বপন বারিক চিকিৎক হিসেবে যে রেজিস্ট্রেশন নম্বর দিয়েছেন তা অন্যের। এর পরেই মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে।
posted from Bloggeroid