সেখ সামসুদ্দিন
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেতমজদুরদের কর্মী সম্মেলন করা হয় বর্ধমান অরবিন্দ স্টেডিয়াম হলে। কিষাণ সেলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি শাহনওয়াজ হোসেনের উদ্যোগে এই
সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ কংগ্রেসের সভাপতি বেচারাম মান্না, সভাধিপতি দেবু টুডু, সহ সভাধিপতি, বিধায়ক অলোক মাঝি, বিধায়ক নিশীথ মালিক, যুব সভাপতি সুভাষ মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অঞ্চল ভিত্তিক চারজন করে কর্মীকে নিয়ে প্রায় হাজার মানুষের উপস্থিতিতে বেচারাম মান্না কৃষকের দুর্দশা, পাওনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজ্যের উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন। সভার মধ্যেই লোকশিল্পীর কিষাণদের নিয়ে স্বরচিত সঙ্গীত পরিবেশন সকলকে মুগ্ধ করে।
posted from Bloggeroid